অস্বাস্থ্যকর পরিবেশে অঙ্গনওয়ারি কেন্দ্র

উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও মিনখাঁর বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত অঙ্গনওয়ারি কেন্দ্রগুলি আজ বিপন্নের মুখে। দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে এই স্কুলগুলি।উচিলদহ, চৈতল,খাসবালান্দ সহ বিভিন্ন জায়গায় এই অঙ্গনওয়ারি গুলির জন্য ঘর না থাকায় খোলা আকাশের নীচে বা ত্রিপল টাঙিয়ে কোনমতে চলে কেন্দ্রগুলি।এর জন্য গর্ভবতী ও বাচ্চাদের খাবারের পুস্টিগত মান নিয়ে সংশয়ে থাকেন এলাকাবাসীরা।একটু চড়া রৌদ্রে ও বর্ষাতেই বন্ধ হয়ে যায় রান্না।গর্ভবতী মা ও শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের পুষ্টিকর খাবার ও খেলার ছলে পড়াশোনা শেখানোর জন্য এই অঙ্গনওয়ারি কেন্দ্রগুলি চালু করে কেন্দ্রীয় সরকার।