বি বি আই ফাউন্ডেশনের নতুন ব্রাঞ্চের উদ্বোধন

২৯ বছর পূর্ণ করল বি বি আই ফাউন্ডেশন।তারা তাদের নতুন ব্রাঞ্চের উদ্বোধন করল ,ডায়মন্ড হারবারের আমতলায়,
১৯৮৯ সালে মিন্টো পার্কে তাদের প্রথম ব্রাঞ্চ খোলা হয়।এছাড়াও কোলকাতার আরও বিভিন্ন জায়গায় যেমন কেষ্টোপুর ভি আই পি রোডেও তাদের আরও ব্রাঞ্চ খোলা হয়েছে। চোখের যাবতীয় সমস্যার সমাধানে বি বি আই ফাউন্ডেশনের নাম খুবই উল্লেখযোগ্য। এখানে রয়েছে ৩ জন
পূর্ণ সময়ের বিশেষজ্ঞ, এছাড়াও রয়েছে ডঃ পার্থ বিশ্বাস, ডঃ অজয় পাল,ডঃ সৌমজিত দত্ত, ডঃ তূলিকা ঘোষাল প্রমুখ।
তাছাড়া গরীব দুঃস্থদের জন্য বিনা পইসায় চিকিৎসার ব্যবস্থা ও সকল রকম সুযোগ সুবিধা রয়েছে।