জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার আফিম

জলপাইগুড়ি স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হল ৪ কেজি ৭০০ গ্রাম আফিম। কোচবিহারের মাথাভাঙা থেকে মালদহ যাওয়ার পথে এগুলি উদ্ধার করা হয়। আফিম পাচারের অপরাধে জলপাইগুড়ি আরপিএফ ও এনসিবি রঞ্জিত পাল নামে একজন কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানা গেছে উদ্ধার হওয়া আফিমের মূল্য ২৫ লক্ষ টাকা। ধৃতকে শিলিগুড়ি কোর্টে হবে।