প্রিয়াঙ্কা-নিক গাঁটছড়া !!

'অফিশিয়ালি এঙ্গেজড' তকমা পড়েই গেল প্রিয়াঙ্কা চোপড়া এবং
নিক জোনাসের বহুচর্চিত সম্পর্কে।ইতিমধ্যেই শনিবার সকালে প্রিয়ঙ্কার মুম্বইয়ের বাড়িতে পঞ্জাবি রীতি মেনে বিয়ের আগে পালিত হলো ''রোকা'' অনুষ্ঠান।শনিবার রাতেই মুম্বইতেই এনগেজমেন্টপর্ব সেরে ফেলবেন এই দুই তারকা।উপস্থিত রয়েছেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া,তুতো বোন পরিণীতি
চোপড়া-সহ ঘনিষ্ঠ আত্মীয়রা।হালকা হলুদ পোশাকে সেজেছেন প্রিয়ঙ্কা।নিকের পরনে সাদা পাঞ্জাবি।এর আগেও প্রিয়ঙ্কার বহুমূল্যের এঙ্গেজডমেন্ট রিং নিয়ে জল্পনা ছিল তুঙ্গে,এখন অবশ্য শিলমোহর পড়ল জল্পনায়।এখন শুধুই অপেক্ষা গ্র্যাণ্ড ওয়েডিং-এর।