রোয়িংয়ে সোনা পেল ভারত

চার বছর আগে এশিয়াডে প্রথম চালু হয়েছিল এই ইভেন্ট। ২০১০ সালে প্রথম পুরুষদের সিঙ্গল স্কালস ইভেন্টে 'বজরং লাল ঠাকুরে'র সোনা জেতা দিয়ে শুরু হয়েছিল রোয়িংয়ের যাত্রা। ৮ বছর পর ফের ১টা সোনা এল এশিয়ান গেমসের রোয়িং বিভাগ থেকে। শুধু সোনাতেই থেমে থাকেনি ভারতীয় দল,সোনার সাথে এসেছে দুটো ব্রোঞ্জও।ভারতের সোনাজয়ী কোয়াড্রাপল স্কালস দলে ছিলেন ওমপ্রকাশ, সুখমিত সিং, স্বরণ সিং ও দাত্তু ভোকানাল এছাড়াও রোয়িংয়ে আসা আরও দুটি ব্রোঞ্জের মধ্যে একটি লাইটওয়েট সিঙ্গল স্কালস ইভেন্টে, অন্যটি ডাবল স্কালস ইভেন্টে। সিঙ্গলসে জিতেছেন দুষ্মন্ত আর ডাবলসে জিতেছেন রোহিত কুমার ও ভগবন সিং।