Tuesday, October 25, 2016 1:53:13 PM
Total Visitors
506189

সম্পাদকীয় যোগাযোগ

 " 9007322922 / 8900568880 "       

খবর ফ্ল্যাশ

 " আপনারাও হতে পারেন আপনাদের এলাকার সাংবাদিক, আপনাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলি ক্যামেরাবন্দি করুন আর পাঠিয়ে দিন আমাদের- 8777026797 এই নম্বরে "       

সদ্যপ্রাপ্ত সংবাদ

 " সরকার সদর্থক ভূমিকা গ্রহণ না করলে, বিলুপ্ত হতে পারে শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস "      " কেশিয়াড়ী তে গ্রেফতার ৩ ছিনতাইবাজ, উদ্ধার ১১ টি মোবাইল। "      " ফের আটক মেহবুবা মুফতি! কাশ্মীরে নির্বাচনের আগে কোন পদক্ষেপ সরকারের? "       

খেলা

ফুটবলের দাপটে শুনশান কুমোরটুলি

হাতে মেরেকেটে তিন মাস। আসছে উৎসব। তবে পুজো ম্যানিয়ায় এখনও সেভাবে বুঁদ নয় হুজুগে বাঙালি। ঘরে বাইরে সবেতেই চলছে টিভির তরজা। প্রথা মেনে প্রতিবছর রথের সময় অধিকাংশ প্রতিমা বায়না দিয়ে ফেলা হয়। কিন্তু এবারের ছবিটা যেন অন্য রকম। কমবেশি সকলেই ফুটবল জ্বরে আক্রান্ত। অলি গলি থেকে ভেসে আসছে ব্রাজিল বা স্পেনের নাম। এ অবস্থায় কুমোরটুলির শিল্পীদের আশঙ্কা ফুটবলের হুজুগে প্রতিমা বায়নার কাজে যেন ভাঁটা না পড়ে। এ বছর রথের পরের দিন রবিবার। আম আদমির ছুটির দিন। স্বভাবত কুমোরটুলিতে পুজো কমিটির উদ্যোক্তাদের ঢল নামার কথা। কিন্তু গলার কাঁটা বিশ্বকাপ ফাইনাল। ফলে প্রত্যাশামাফিক ভিড় অনেকটাই টিভিমুখো হবে ধরে নেওয়া যায়। যদিও আশা আকাঙ্খার দোটানায় শিল্পীরা চুপচাপ বসে নেই । তারা প্রতিমা বানাতে শুরু করে দিয়েছেন। আবার তুলনামূলক বেশি অর্ডার পেয়ে অনেকে দুর্গা বানানোর কাজেও লেগে পড়েছেন।