সারদা তদন্তের মুখে অর্ণব

সারদা মামলার তদন্তের জন্য রাজ্য পুলিশদের নিয়ে যে তদন্তকারী দল
তৈরি করা হয়েছিল,তা বিধাননগর পুলিশ কমিশনারেটের দ্বারা পরিচালিত হয়।সেই কমিশনারেটের এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন অর্ণব ঘোষ।পুলিশের কাছে আসা সারদা সংক্রান্ত সব নথির মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি লোপাট করা হয়েছে বলে সুপ্রিমকোর্টে অভিযোগ জানায় সিবিআই।গতকাল সারদা মামলার জন্য শিবাজী পাঁজাকে জেরা করার সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ অফিসার অর্ণব ঘোষকে তদন্দের জন্য তলব করেন সিবিআই।
বর্তমানে অর্ণব ঘোষ মালদহের এসপি।শিবাজী পাঁজাকে তদন্তের সময় তিনি জানান,"২০০৮ সাল থেকে এ-পর্যন্ত তাঁর সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের হিসেব তিনি এ দিন সিবিআই-কে দিয়েছেন। আরপি ইনফোসিসের মালিক ছিলেন শিবাজী। চলচ্চিত্র প্রযোজক কৌস্তুভ রায় সেই
সংস্থার অন্যতম অংশীদার।ছবি কেনার টাকা বা ডোনেশন গিয়েছিল তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে। তার সঙ্গে তাঁদের সংস্থা বা কৌস্তুভ যুক্ত নন।"