জমি দখল নিয়ে বিবাদ

জমির বিবাদকে কেন্দ্র করে অশান্তি,মারধর এবং মাথা ফাটলো এক মহিলার।ঘটনাটি ঘটেছে বারাসাত হৃদয়পুরের স্টেশন রোড এলাকায়।
ওই এলাকার বাসিন্দা রত্না রায়ের অভিযোগ,বেশ কিছুদিন আগে তার মেসো নেপাল চন্দ্র রায় জনৈক রমেশ বিশ্বাসের থেকে ৫০হাজার টাকা ধার নেন।
পরে তা শোধকরতে চাইলেও তা নিতে নাকচ করেন রমেশ বিশ্বাস।পরে নানান অযুহাতে নেপাল বাবুর জমির উপর দখল নিতে চায় রমেশ বিশ্বাস ও তার দলবল।আজ পুনরায় দখল নিতে আসলে গন্ডগোলের সূত্রপাত হয় ও অশান্তি চরমে ওঠে।রত্না দেবী বাধা দিতে আসলে তার ও তার ভাইকে বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অভিযোগ দায়ের করেন বারাসাত থানায়।ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানায় পুলিশ।পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।