আশাবাদী রাহুল

২০১৯ এর ভোটেই কংগ্রেস এর ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে বলে আশাবাদী রাহুল গান্ধী। সুত্রের খবর দলের সভাপতির এই মূল্যায়ন এর কারন উত্তর প্রদেশের বিরধিদের মধ্যে কৌশলগত সমঝোতা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু সঠিক মূল্যায়ন এর। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহার এই তিন রাজ্যের জোট মানে মোদী সরকারের পরাজয় এমনই আশ্বাস পাওয়া গেল তার কথায়। গো বলয়ের দুই রাজ্য ও পশ্চিম ভারতের প্রাণকেন্দ্র মিলিয়ে আসন সংখ্যা ১৬৮।
আর এই তিন রাজ্যেরে জোট মানেই কংগ্রেস এর জয় নিশ্চিত। তবে এই তিন রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস সভাপতি যতটা জোড়ের সঙ্গে এ কথা বলেছেন বাংলার ক্ষেত্রে তিনি ততটাও নিশ্চিত নন,কারণ এখানে মমতা না সীতারাম কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে এখন কোন খবর জানা যায়নি।তবে তারা আশা করছেন এই তিন রাজ্যের জোটের সঙ্গে রাজস্থান, পাঞ্জাব, হারিয়ানা, ছত্তিসগড়ের ভোটের ফল তারা আগের বারের থেকে আর ভাল করেবন।